মোস্তাকিন হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নুরভানু(৪৫) নামের এক নারীকে আটক করছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতআনি জামিরা গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত নারী ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
নবাবগঞ্জ থানার এসআই সোহেল রানা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় গাঁজা বেচাকিনা চলছে।এমন সংবাদ পেয়ে সাতআনি জামিরা গ্রামে মৃত রাজ্জাক আলী মন্ডলের ছেলে রেজাউল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির আঙিনা থেকে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদককে সাথে জড়িত থাকায় তার স্ত্রী নুরভানুকে আটক করা হয়। এঘটনায় আলাআমিন কবির নামে এক জন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন।