মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
দিনাজপুরের নবাবগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা “মা” এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী কোচর সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় ৯ জন আহত দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৮জুলাই) রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট টুলটুলি পাড়া নামকস্থান এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বালুবাহী ট্রাকে ড্রাইভার পাবনা সাঁথিয়া উপজেলা আকরাম হোসেন (৩৫ ) এবং কোচর যাত্রী দিনাজপুর পার্বতীপুর উপজেলা আর জি দেবীপুর এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাতি রহমতারা (১২)।
আহতরা হলেন,দিনাজপুর সদর নুনায়েজ চাকলাহাট এলাকার বাসের যাত্রী মোছাঃ মর্জিনা আক্তার (৩৫),মোঃ শাহিন আলম (৪০), মোছাঃ শাম্মী আক্তার (০৫), সায়েম বাবু (০৩), ঠাকুরগাঁও পীরগঞ্জ কালঞ্চার মোছাঃ রাশেদা বেগম (৪৫),পাবনা সাথিয়া উপজেলার নারিন্দার মোঃ সোহেল রানা (৩৫), ফুলবাড়ী চকচকা গ্রামের মোঃ সজিব (১৯)সহ অজ্ঞাতনামা ০২ জনসহ মোট ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহেদুল ইসলাম তৌহিদ জানান,ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাস “মা” এন্টারপ্রাইজ নামের একটি কোচ আসতেছিল।এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩ টার দিকে উপজেলা চড়ারহাট টুলটুলিপাড়া নামকস্থানে ট্রাক ও কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও এক শিশু নিহত হন।
তিনি আরও বলেন,ক্ষতিগ্রস্ত ট্রাক এবং বাসটিকে উদ্ধার করে রাস্তা চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক চালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।