ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ণ

Link Copied!

——–
মানবতার আলোয় দৃষ্টিহীনদের জীবনে নতুন ভোর

আতিক উল্লাহ চৌধুরী,চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ জাকির হোসেন রোডে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প, যা আয়োজন করে আল মুসাইদাহ ফাউন্ডেশন।

ক্যাম্পটির আয়োজন করা হয় লায়ন আই হসপিটালের উদ্যোগে, জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় এবং আল মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়।ফ্রি চক্ষু ছানি অপারেশনের নবম ধাপে নির্বাচিত ৩০ জন রোগীর চক্ষু ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।এই কার্যক্রমে লায়ন আই হসপিটালের চিকিৎসক দল এবং আল মুসাইদাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম যৌথভাবে দায়িত্ব পালন করেন।
গত ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী পরিচালিত এই মানবিক উদ্যোগে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা, চশমা প্রদান ও ছানি রোগী নির্বাচন করা হয়। পরবর্তীতে নির্বাচিত রোগীদের বিনামূল্যে অপারেশন, প্রয়োজনীয় ওষুধ ও সানগ্লাস সরবরাহ করা হয়।
মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে ছিলেন আল মুসাইদাহ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের রুবেল, সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক এবং সদস্য মোহাম্মদ ইউছুপসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
৩ নভেম্বর অপারেশনের শেষ দিনে সকালে রোগীদের চোখের ব্যান্ডেজ খোলা হয়। চিকিৎসক দল প্রতিটি রোগীর চোখ পরীক্ষা করে ওষুধ ব্যবহারের নিয়ম ও যত্নের নির্দেশনা প্রদান করেন।এ সময় আলো ফিরে পাওয়া অনেক রোগী আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।একজন বৃদ্ধ রোগী আবেগভরে বলেন,তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সবসময় ভালো রাখেন।
বিদায়ের সেই মুহূর্তে হাসপাতালের পরিবেশে ছড়িয়ে পড়ে এক মানবিক আবেগ—যেখানে আনন্দ, কৃতজ্ঞতা আর ভালোবাসা মিশে যায় একাকার হয়ে।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত অসহায় ও দরিদ্র মানুষজন এই ফ্রি সেবায় অংশ নেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে আল মুসাইদাহ ফাউন্ডেশন নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে—মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে দৃষ্টিহীন জীবনে নতুন দিগন্ত।

আরও পড়ুন

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ

নব-নির্বাচিত (আইডিইবি) গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা।

চবিতে ইয়াবাসহ তিনজন আটক, ২ জন ক্যাম্পাস সংলগ্ন দোকানের কর্মচারী