বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে টঙ্গী কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে চেরাগ আলী মোড় প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী কলেজ গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা “ধর্ষকের বিরুদ্ধে একশান একশান, ডাইরেক্ট একশান”, “ধর্ষকের চামড়া তুলে নেবো আমরা”, “তুমিকে আমিকে আছিয়া আছিয়া”—এমন প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুরের সদস্য সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, “আমাদের সমাজে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। বিচারের দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, নয়তো আমরা রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, “আমরা ধর্ষণের বিরুদ্ধে শুধু কথা বলছি না, একশন চাই। ধর্ষকদের কঠোর শাস্তি না হলে জনগণই প্রতিবাদের ভাষা বদলে নিতে বাধ্য হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওন, সংগঠক সাইফুল ইসলাম আকাশ, আহ্বায়ক সদস্য মো: আকাশ খান, মৃদুল, কাইয়ুম, আরিয়ান হৃদয়, মো: আকাশ ও আবু ইসহাক রুহুল্লাহ।
বক্তারা ধর্ষণের বিরুদ্ধে দ্রুত বিচার, কঠোর শাস্তি এবং নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানান।