এম এ মোতালিব ভুঁইয়া :
পুলিশ জনতার সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দোয়ারাবাজারে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার থানা পুলিশের আয়োজনে সকাল ১১ টায় থানার সামনে থেকে বিশাল বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালির উদ্বোধন করেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। র্যালিটি দোয়ারাবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা:আব্দুর রহিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল হাসেম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, এসআই সজিব দত্ত, সাইফুল ইসলাম,সোহেল মাহমুদ, এএসআই বজলুল করিম,জামাল মিয়াসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০