এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানের আয়োজন করে দোয়ারাবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো:সোহরাব হোসেনের পরিচালানায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, প্রধান অতিথির বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা:মো:আব্দুর রহিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন পজিব কর্মকর্তা শাহিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপসহকারী কৃষি কর্মকর্তা আ ন ম বদরুল আলম, বাবুল চন্দ্র রায়,রেজাউল ইসলাম, আরিফুল ইসলাম,জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় কৃষক,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০