এম এ মোতালিব ভুঁইয়াঃ
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ৬৫ জন গর্ভবতী মাকে প্রত্যেককে ১২মাসের একত্রে ৯ হাজার ৬শ টাকা করে বিতরণ করা হয়।
সোমবার(২০ জুলাই)দুপুরে বোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের উপস্থিতিতে মাতৃত্বকালীন কার্ডধারী ৬৫ জন মায়ের মাঝে ৯ হাজার ৬শত করে টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া,আকবর আলী তালুকদার,হাবিবুর রহমান শেখচান,আহমদ আলী,জসিম উদ্দিন,জিন্নতারা বেবী,সেলিনা আক্তার,,পরিষদের সচিব মোঃ শামীম আহমেদসহ সকল ই্উ, পি সদস্যেবৃন্দ।