ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে আচরণ বিধি লঙ্ঘন করে শো-ডাউন ৯ ইউপি নির্বাচনে ৫১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিবেদক
নিউজ এডিটর
১৭ অক্টোবর ২০২১, ৮:০০ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া::

উৎসবমুখর পরিবেশে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৫১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর ২০২১ খ্রি: নির্বাচন অনুষ্ঠিত হবে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে। সে অনুযায়ী ১৭ অক্টোবর ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ। উৎসবমুখর পরিবেশে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৫১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪৯ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০৮ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৬২ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদে বাংলাবাজারে সাতজন, নরসিংপুর ইউনিয়নে সাতজন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে চারজন, মান্নারগাও ইউনিয়নে দশজন, পান্ডারগাও ইউনিয়নে সাতজন, দোহালিয়া ইউনিয়নে ছয়জন, লক্ষীপুর ইউনিয়নে চারজন, বোগলাবাজার ইউনিয়নে দুইজন এবং সুরমা ইউনিয়নে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল মহড়াসহ শত শত লোক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা সদর দপ্তরের সর্বত্র ছিল লোকে লোকারণ্য। তবে চেয়ারম্যান প্রার্থীরা সর্বত্র আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন ছিল নিরব।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে একাধিক চেয়ারম্যান প্রার্থী জানান, নির্বাচন একটা উৎসব। নেতাকর্মীরা চাইছে সবাই একত্রভাবে উৎসব উদযাপন করতে। বলা যায় অনেকটা নেতাকর্মীদের চাপে এটা করতে হয়েছে।
তারা আরও বলেন, অন্য প্রার্থীর সমর্থকদের সঙ্গে যাতে কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে আগে থেকে সতর্ক করা হয়েছে। নির্বাচনে উৎসব হবে এটাই স্বাভাবিক। শেষ দিন পর্যন্ত আমরা উত্তাপবিহীন নির্বাচন করব।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন জানান,, উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচন হবে। এতে মোট ৫১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছে। আমরা একটি সুষ্ঠু ভোটের পরিবেশ দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছি।আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন,বাইরে কেউ আচরণবিধি ভঙ্গ করলে দৃষ্টিগোচর হয়নি। এ নিয়ে কেউ অভিযোগও করেননি।

72 Views

আরও পড়ুন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি!

গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা, স্বামী–শশুড়-শাশুড়ী পলাতক

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আদমদীঘিতে ভোট গ্রহনকারি কর্মকার্তদের প্রশিক্ষন উদ্বোধনী সভায় বগুড়া জেলা প্রশাসক

না ফেরার দেশে চলে গেলেন ইবির গণিত বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩টি দোকান