Oplus_131072
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়
এম এ মোতালিব ভুইয়া:০৭ ডিসেম্বর ২০২৫:
দোয়ারাবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন শেষে আজ শেষ কর্মদিবসটি সম্পন্ন করেছেন মো. জাহিদুল হক। বিদায়ী বার্তায় তিনি দোয়ারাবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দোয়ারাবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরে ০৫ আগস্ট পুনর্বিন্যাসের পর পুনরায় দায়িত্ব নিয়ে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার সঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “দোয়ারাবাজারের প্রতিটি পথে, প্রতিটি মানুষের মুখে অদ্ভুত এক সরলতা পেয়েছি, যা দায়িত্ব পালনে আমাকে শক্তি দিয়েছে। রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা আমি পেয়েছি। মানুষের ভুলত্রুটি থাকতেই পারে, তবুও সর্বদা ন্যায় ও দায়িত্ববোধ নিয়ে কাজের চেষ্টা করেছি।”
বিদায়ী বার্তায় ওসি জাহিদুল হক আরও জানান, দায়িত্ব পালনের সময় ভুল বোঝাবুঝি বা অনিচ্ছাকৃত কোনো আচরণ হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি বলেন, ভালো কিছু করতে পারলে তার কৃতিত্ব দোয়ারাবাজারবাসীর— আর ব্যর্থতার দায় নিজের।
দোয়ারাবাজারবাসীর আতিথেয়তা, সহযোগিতা ও ভালোবাসা তাকে মুগ্ধ করেছে জানিয়ে তিনি বলেন, “দোয়ারাবাজারের মানুষকে আমি খুব মিস করব। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।”
সময় সংকটের কারণে সবাইকে ব্যক্তিগতভাবে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
ব্যক্তিগত প্রয়োজনে যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বরও প্রকাশ করেন— ০১৭১১-৩৭৪৮৫৯।
শেষে তিনি বলেন—
“ভালো থাকুক দোয়ারাবাজার, ভালো থাকুক দোয়ারাবাজারের মানুষ।”