দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫মে) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন'র সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য বজলুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মোতালিব ভূঁইয়া,আবু সালেহ মোঃ আলা উদ্দিন, হারুনুর অর রশিদ,সোহেল মিয়া,মামুন মুন্সি,সুমন আহমদ, শাহনুর ওয়াদুদ সাগর, আবু তাহের মিছবাহ, ফারুক আহমেদ ও মাসুদ রানা সোহাগ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, প্রেসক্লাবের সদস্যরা তাদের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও লেখনী শক্তির মাধ্যমে সাংবাদিকতার এই মহান পেশাকে আরও বিকশিত করবেন। সভায় প্রেসক্লাব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০