দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয়নাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।
শুক্রবার(১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নরসিংপুর-ছাতক সড়কের জুড়াপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে দুই ভাই — বড়ভাই জয়নাল মিয়া ও ছোটভাই আইনাল মিয়া মোটরসাইকেলযোগে ছাতকের দিকে যাচ্ছিলেন। পথে জুড়াপানি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে যায়। এতে পেছনে বসা জয়নাল মিয়া গুরুতর আহত হন।
তাকে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।