সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন “অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:বদরুল হাসান।
শনিবার (২৫ নভেম্বর)দিনব্যাপী দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:বদরুল হাসানের নেতৃত্ব দোয়ারাবাজার সদর থানার আওতাভুক্ত বাংলাবাজার, নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে থানা পুলিশ। অফিসার ইনচার্জ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। অফিসার ইনচার্জ ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় ওসির সাথে ছিলেন,এ এস আই সুমন চন্দ্র দেব, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, আবু বকর প্রমুখ
নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে ওসি মো:বদরুল হাসান স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানান। সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দোয়ারাবাজার উপজেলার জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০