সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান প্রতিরোধের সময় বিজিবির টহল দলের সদস্যদের ওপর হামলার মামলার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট)রাতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সীমান্তের পেকপাড়া (মোকামছড়া)এলাকা থেকে ২জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের অজুত মিয়ার ছেলে খোকন মিয়া (৩২) ও লিচু মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (২৭)।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানিয়েছে,২০২৫ সালের ২২ মার্চ ভোর রাতে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া( মোকামছড়া) এলাকায় চোরাকারবারীদল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহলদল বাধা দেয়।
এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাটকেল নিক্ষেপ করে ও বাঁশের লাঠি, হাঁসুয়া ও চাকু নিয়ে আক্রমণ করে। চোরকারবারীদের হামলায় টহলদলের সদস্যরা আঘাত পান। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করে বিজিবি। এই মামলার ২জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।