oplus_0
দোয়ারাবাজারে বিএনপি’র বিজয় র্যালি
এম এ মোতালিব ভুইয়া :
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর ২টার দিকে দোয়ারাবাজার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই র্যালি উপজেলা রেজিস্ট্রার অফিস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ, উপজেলা সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার থানা এবং দোয়ারাবাজার পদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র অন্যতম সদস্য সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখলাস মিয়া তালুকদার, হারুন অর রশীদ,আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালেহ আহমেদ, মোক্তার আলী মেম্বার,খলিলুর রহমান,ডা:এ আর খোকন,আব্দুল মালেক,মিজানুর রহমান,মনির উদ্দিন,কৃষকদলের সভাপতি ফরিদ আহমদ,যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম পাশা রিগেল,ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন সিহাব,উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি,যুবদল, কৃষকদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।