এম এ মোতালিব ভুইয়া:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ মোঃ আব্দুল আহাদ (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়,বৃহস্পতিবার(২৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই মোহন রায়ের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের হেলিপ্যাড সংলগ্ন নাইন্দার হাওড়গামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত গেদা মিয়া প্রকাশ মদরিছ আলীর পুত্র মাদক কারবারি মোঃ আব্দুল আহাদকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ সময় উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাঝেরগাও গ্রামের মৃত রজব আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)তাহার হাতে থাকা ১টি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত মদ এবং তাহার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে দৌড়াইয়া পালিয়ে যায়। আটক মো:আব্দুল আহাদের হেফাজতে থাকা ও পলাতক মো:জাহাঙ্গীর আলমের ফেলে যাওয়া ২টি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত ৪০বোতল অফিসার চয়েস মদ ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্ধ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: জাহিদুল হক বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।