সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মেলায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এস এম এমদাদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় ব্রত নাথ,উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, হেফাজতের আমির মাওলানা হোসাইন আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যুগ্ম সদস্য সচিব(সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) মহিদ হাসান শান্ত,ভুমি উপসহকারী কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা ভুমি অফিসের কম্পিউটার অপারেটর মো:রবিন আহমেদ প্রমুখ
আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০