ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

oplus_2

দোয়ারাবাজারে আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ মিলন খাঁন’র বিরুদ্বে প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে।

এঘটনায় শনিবার দুপুর ১২ টায় উপজেলার স্থানীয় বোগলাবাজারে মানববন্ধন করেন ভূক্তভুগী পরিবার ও স্থানীয়রা। ঘন্টাব্যপী এ মানববন্ধনে প্রায় শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে ভুক্তভোগী জানান, ইউপি চেয়ারম্যান মিলন খাঁন স্থানীয় বোগলাবাজারের মেইন রোডে আলমখালি মৌজায় ১৫ জে,এল নং,১৩৮/৪৩৮, ৫২৫ নং দাগের ১৮ শতক জায়গা দখল করে নেয়। প্রতিবাদ করলে মিথ্যা মামলা, হামলার ভয়ভীতি দেখায়। এমনকি অনেক সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যদেরকে নানান ভাবে হয়রানি করেন।

ভুক্তভোগী বলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন’র পিতা শহীদ খাঁন’র কাছ থেকে বাগানবাড়ি গ্রামের আব্দুল মনাফ’র পুত্র সৌদিআরব প্রবাসী আব্দুর রশিদ জমি ক্রয় করে মালিক হন। ২০০৯ সালের নির্বাচনে জমির মালিক আব্দুর রশিদকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচন করতে চাপ দেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মিলন খাঁন। কিন্তু তার কথায় আব্দুর রশিদ নৌকার পক্ষে নির্বাচন না করতে অস্বীকৃতি জানায় এবং তারা বিএনপি’র রাজনীতিতে বিশ্বাসী হওয়ায় বিএনপিকে ভোট দিবেন বলে জানিয়ে দেয়। এর পর থেকে প্রবাসী আব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করে মিলন খাঁন। এই নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়। নির্বাচনে নৌকা বিজয়ী হওয়ায় ওইদিন রাতে মিলন খাঁন দলবল নিয়ে আব্দুর রশিদের লোকজনকে মারধর করে জমির বাউন্ডারির দেয়াল ভেঙে জোরপূর্বক দখল করে নেয়।

বক্তব্য রাখেন, ভুক্তভোগী আব্দুর রশিদ,
শাহজাহান মিয়া,রমিজ মিয়া,ফরিদ মিয়া,পায়েল
আহমদ,ফখর উদ্দিন,শহিদ,ফিরুজ, রফিক,নাজমুল, মোশার্রফ,ইব্রাহিম,সুলতান আহমদ, মাষ্টার রফিক, ডা: রনি,হেলাল খাঁন,হাসান আহমেদ।

এসময় বক্তারা অভিযোগ করেন,আব্দুর রশিদ জমির মালিকানা দাবি করায় মিলন খাঁন (চেয়ারম্যান) বিভিন্ন সময়ে আব্দুর রশিদের বাড়ির লোকজনের ক্ষতি করে আসতেছে। নিজের ক্রয়কৃত জমি ফিরে পেতে ২০১২ সালে প্রবাসী আব্দুর রশিদ সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু তাতেও পরোয়া করেনি আওয়ামীলীগ নেতা মিলন খাঁন। ভুক্তভোগীর পরিবারকে হত্যা,নির্যাতনসহ নানান হুমকি দিয়ে মামলা তুলে আনতে বাধ্য করে। এর পর থেকে আরোও কয়েকবার
বিগত সরকারের আমলে আব্দুর রশিদ সামাজিক বিচার সালিশের মাধ্যমে জায়গা ফিরে পেতে চাইলেও মিলন খাঁনের ক্ষমতার প্রভাবে সামাজিক ভাবে বসতে কেউ এগিয়ে আসেনি।

এলাকাবাসী জানান, মিলন খাঁন আ’লীগের নেতা হওয়ায় তার বিরুদ্বে কেউ কথা বলার সাহস পেত না। তার বিরুদ্বে কথা বললে নির্যাতনের শিকার হতে হইতো। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত। বোগলাবাজার তথা দোয়ারাবাজার উপজেলায় মিলন খাঁনের ছিলো ভূমি দখলের একটি চক্র। বক্তারা আওয়ামীলীগ নেতা মিলন খাঁনের কাছ থেকে প্রবাসীর জমি উদ্ধার করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিলন খান জানান,রশিদ মামার নিকট আলমখালি মৌজার ১৩০ দাগ হতে ৩ শতাংশ ১৫০ এবং ১৫২ দাগ হতে ১৫ শতাংশ ভোট ১৮ শতাংশ শতাংশ বিক্রি করা হয়েছে। যা বর্তমানে দখল আছে। এই জায়গার বাসাটি রশিদ মিয়া সেলুন ব্যবসায়ী ইব্রাহিমের নিকট ভাড়া দিয়ে নিয়মিত ভাড়ার টাকা নিচ্ছে।তাদের ক্রয় করা জায়গা দাগ মোতাবেক আমার পরিবার সমজিয়া দিতে কোন আপত্তি নেই। রশিদ মিয়ার ছেলে এবং ভাই জাহের মিয়া গত ১৫ দিন আগেও দাগ মোতাবেক জমি সমজিয়া নেওয়া আলোচনা হয়েছে।

64 Views

আরও পড়ুন

মধ্যনগরে ভারতীয় থান কাপড়সহ কোটি টাকার মালামাল আটক

কক্সবাজারে র‍্যাবের হাতে ভূয়া সাংবাদিক আটক

রায়পুর পৌরসভা কার্যালয়ের ফেসবুক পেজে এখনও রয়েছে দলীয় সাবেক মেয়রের ভিডিও, প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে!

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালানসহ মাদক কারবারি আটক

নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে বাস আটক করল ইডেন কলেজ শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক প্রদ্যুৎ চক্রবর্তী ও এক শিশু নিহত,আহত ৬

তামীরুল মিল্লাত টঙ্গীতে যুগান্তকারী পদক্ষেপ: চালু হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস

বিমান দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া অন্যদিকে চলছে রাতভর গানবাজনা, উদ্বোধক টঙ্গীর পাইলট স্কুলের প্রধান

শার্শার সাতমাইল‌‌ পশুহাট ইজারা সম্পন্ন 

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন পরীক্ষার পুরস্কার বিতরণ:

কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত