সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে যানাযায়,বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তি উপজেলার বোগলাবাজারের পল্লি চিকিৎসক আনোয়ার হোসেন রনি'র ফার্মেসীর সামনে
একজন অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান (৬০)শুয়ে থাকতে দেখে বাজার ব্যবসায়ী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাহাকে চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরনের প্রাক্কালে উক্ত পুরুষ মৃত্যুবরন করেন।স্থানীয়রা জানান,
অজ্ঞাতনামা (পাগল) অনুমান ১/২ বছর যাবত বোগলা বাজারে অবস্থান করিতেছে, সে বাজারের ভিতরে ঘোরাফেরা করতেন। বেশ কয়েকদিন যাবত সে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান,লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি,পরিচয়বিহীন লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০