এম এ মোতালিব ভুইয়াঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে নানান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিষদের রাজস্ব আয় বাড়ানোর জন্য শুরু হয়েছে বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম।
এখানের ৩হাজার ৭শত ৩২ খানার জনসংখ্যা প্রায় ৩০ থেকে ৪০ হাজারেরও বেশি। ইউনিয়নবাসির সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের কর নির্ধারণ ও আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারী) থেকে ২৪জন আদায়কারীর মাধ্যমে শুরু করা হয়েছে বাড়িবাড়ি গিয়ে এ বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানিয়েছেন, রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে ইউনিয়ন পরিষদকে স্বাবলম্বী করে সেবার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এখন রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে নানা কৌশল অবলম্বনের কারণে নাগরিকরা তাদের বাৎসরিক হোল্ডিং ট্যাক্স প্রদান এর আওতায় আসছেন।