মুহাম্মদ ফারুক আজম :
সারাদেশের মতো কক্সবাজার -২ আসনেও রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত।
এদিন সকাল ১০টার দিকে কক্সবাজার -২ আসনের মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মোহাম্মদ সালা উদ্দিন (২১) নামে একজন ভোটার।
তিনি উত্তর নলবিলা গ্রামের বাসিন্দা জালাল আহমেদর পুত্র । তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। দুটি হাত-পা নেই তাঁর । তিনি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ ইন্টার ২য় বর্ষের ছাত্র।
ভোট দিতে আসার অনুভূতি জানাতে গিয়ে বলেন- আমার ভোট আমি দিতে চট্টগ্রাম হতে বাড়িতে এসেছি।আমি সুস্থ ভাবে আশেক উল্লাহ রফিক এমপি নৌকায় ভোট দিতে পেরে খুশি লাগতেছে। তিনি বলেন, আজকে নির্বাচনের পরিবেশ খুবই ভাল। তাই পা না থাকার পরও নির্ভয়ে হুইলচেয়ারে চেপে সকাল সকাল ভোট দিতে এসেছি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০