মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
২৯ বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ন এর চোরাচালান বিরোধী অভিযানে জব্দ করা প্রায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে এ সকল মাদবদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির পিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান বিপিএম পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর পিএসসি, দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম ও মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
২৯ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির জানান, ২০২২ সালের ১মে থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে জব্দকৃত ১৫ হাজার ৫৮ বোতল ফেন্সিডিল, ১২০৩ বোতল এমকেডিল, ৩৯২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৩ দশমিক ২ কেজি গাঁজা, ১২৭২ বোতল বিদেশী মদ, ৫৪ দশমিক ২৫ লিটার দেশী মদ, ২০১৬৪ পিস মাদক জাতীয় ইঞ্জেকশন, ৪৫ হাজার ৭৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ১৭ গ্রাম হিরোইন ও দুই গ্রাম আফিম ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।