
রিপন মিয়া সদর প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার ভায়া গোরারাই বাজার থেকে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার সড়কটি দুটি শ্রমিক বিরোধের কারনে দীর্ঘ প্রায় ৮টি বছর বন্ধ ছিলো। সরকার বাজার সিএনজি সমিতি ও গোপলার বাজার সিএনজি সমিতি বিরোধে প্রায়ই এই দুই সংঘটনের শ্রমিকেদের মধ্যে ছোড়াগুপ্তা হামলা হতো।অনেকেই মারাত্মক আহত হয়েছেন । বিভিন্ন সময় এই ব্যাপারে সালিশ বৈঠক হয়েছে কিন্তু স্হায়ী কোন সমাধান না হয়ে উল্ট বিরোধ বাড়তে থাকে। সাধারন জনগন দীর্ঘ দিন এই ভোগান্তির শিকার হন। গাড়ী চলাচল না থাকায় ছাত্র-ছাত্রী দীর্ঘ পথ পায়ে হেটে পাড়ি দিতে।
শনিবার (২২শে ফেব্রুয়ারি) দুই উপজেলার জনপ্রতিনিধির সমন্নয় শালিশ বৈটকে বিরোধ নিশপত্তি হয়।বৈটকে সিন্ধান্ত হয় আজ থেকে গাড়ী চলাচলে কোন বাঁধা থাকবে না,এক সপ্তাহ পর্যবেক্ষণের পর চুরান্ত সিদ্ধান্ত হবে, এজন্য ২০ জনের একটি উপ-কমিটি গঠন করা হয়।এ ব্যাপারে সরকারবাজার সিএনজি সমিতির সভাপতি মশিউর রহমান নয়ন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আপাতত পূর্বের সিদ্ধান্ত বহাল করা হয়েছে।
বৈটকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,মনুমূখ ইউনিয়ন চেয়ারমযান আব্দুল হক শেফুল, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম,ওয়াহিদ সিদ্দেক স্কুল কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী,ইউপি সদস্য ইলিয়াছ মিয়া,হাজী আহমদ উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০