মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভারতীয় ৫টি ট্রাকে ২৭ মেট্রিন কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করে।
সততা বানিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচগুলো আমদানি করেছেন। এদিকে আমদানির খবরে আজ হিলি বাজারে ২২০ টাকার কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রয় হচ্ছে।
হিলি বাজারের ব্যবসায়ীরা জানান,তীব্র গরম আর বৃষ্টির কারণে দেশে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে যায়। ফলে দামও বৃদ্ধি পায়।কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারও কাঁচা আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে দাম কমে আসবে বলেও জানান তারা।
স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি ইউসুফ আলী জানান, গত বছরের ২৪ আগস্ট থেকে থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। কিন্তু দেশের বাজারে অস্বভাবিক ভাবে দাম বৃদ্ধির পর গতকাল রবিবার (২৫ জুন) সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এবং পরদিন অজ সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। তিনি আরো জানান, হিলি স্থলবন্দরের ৬ টি আমদানি কারক প্রতিষ্ঠান ইতো মধ্যে ২ হাজার ৫’শ মেট্রিকটন কাঁচা মরিচ ও ৫’শ মেট্রিকটন টমেটো আমদানির অনুমতি পত্র (আইপি) পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০