কুমিল্লার দাউদকান্দিতে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র আয়োজনে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র আওতায় ইকো-ট্যুরিজম উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২) সংস্থার আদমপুর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হয় এই প্রশিক্ষণ। এতে সভাপতিত্ব করেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম ও প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বিভাগীয় বন কর্মকর্তা ও ট্যুরিজম বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আলী। প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সমাজ ও কৃষি সংগঠক অধ্যাপক মতিন সৈকত, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান। এছাড়াও ইকো-ট্যুরিজম ও কৃষি নির্ভর ট্যুরিজম এর বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন সিসিডিএ’র পেইজ প্রকল্প কর্মকর্তা ড. মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেল ও পরিবেশ কর্মকর্তা মোঃ হাসিব ইকবাল কানন।
প্রশিক্ষনে প্লাবণভূমি কেন্দ্রিক ইকো-ট্যুরিজম কি, এর সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা, ট্যুর গাইড, অপারেটর ও ট্যুর ম্যানেজমেন্ট, এসইপি সফটলোন, ট্যুরিজমের গুরুত্ব, কমন ফ্যাসিলিটিস, নিরাপত্তা, ট্যুরিজম সংক্রান্ত সনদায়ন, বিভিন্ন পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
জনাব মোহাম্মদ আলী প্রশিক্ষনের ফাঁকে হাতে-কলমে শিখনের জন্য স্থানীয় অংশীজনের সাথে অপূর্ব ইকো-ট্যুরিজম স্পট এর চলমান উন্নয়ন কার্যক্রম এলাকা ঘুরে দেখেন ও বিভিন্ন পরিষেবা বিষয়ে উদ্যোক্তাদের ধারনা প্রদান করেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- ‘প্লাবণভূমিতে মৎস্যচাষের পাশপাশি কৃষিভিত্তিক পর্যটন উন্নয়ন নিঃসন্দেহে প্রসংশনীয় উদ্যোগ। এটি আয়ের বহুমাত্রিকতা বৃদ্ধিতে সহায়ক হবে। তবে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্লাবণভূমি কেন্দ্রিক কৃষি পর্যটন সম্ভাবনাময় একটি খাত। এ বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।’
উক্ত প্রশিক্ষণে ইকো-ট্যুরিজম উন্নয়ন উদ্যোক্তা, স্থানীয় মৎষ্যচাষী, এসইপি সদস্য, পরিষেবা প্রদানকারী অংশীজন, উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।