স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭ ঘটিকায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । তাছাড়া দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস এন্ত সিভিল ডিফেন্স, পরিবার পরিকল্পনা দপ্তর,আব্দুল মজিদ কলেজ,পল্লী বিদ্যুৎ সমিতি, জাতীয় শ্রমিকলীগ ও উদীচী শহীদ মিনারে ভাযা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন কালে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্হিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার(ভূমি) সুনন্দা রায়, অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন,জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার,প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,যুবলীগ নেতা শহীদ মিয়া,উপজেলা অফিসের নাজির আবু বকর সিদ্দিক সহ সাংবাদিকবৃন্দ,আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন প্রমুখ।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরী শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।