নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আওতাধীন দক্ষিণখান থানার ৪৯ নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কর্মীসভা (১৯ মার্চ) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় ৪৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মাহী আব্দুল্লাহর নেতৃত্বে এক বিশাল মিছিল পরিলক্ষিত হয়, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন। তারা বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলের প্রতিটি কর্মীকে সুসংগঠিত থেকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। মাহী আব্দুল্লাহর নেতৃত্বে আজকের বিশাল মিছিল প্রমাণ করে যে ৪৯ নং ওয়ার্ড ছাত্রদল শক্তিশালী ও ঐক্যবদ্ধ।”
৪৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মাহী আব্দুল্লাহ কর্মীসভায় ছাত্রদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শিকভাবে প্রস্তুত হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল কর্মীদের মধ্যে মাহী আব্দুল্লাহর প্রতি ব্যাপক উৎসাহ ও আস্থা দেখা যায়। তার নেতৃত্বে মিছিলটি দক্ষিণখান থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর ও থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা মাহী আব্দুল্লাহর নেতৃত্বের প্রশংসা করেন এবং ছাত্রদলের ভবিষ্যৎ আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।