আবু সুফিয়ান,পটিয়া থেকে--
পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দ্যোগে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্টান প্রধান শিক্ষক মিসেস দিলুয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জনাব আবদুল মান্নান। এতে আরো উপস্তিত ছিলেন হাকিম শরীফ, স্কুলের শিক্ষকবৃন্দ এর মধ্যে রহিমা বেগম, জাহানারা বেগম, শিরিন আক্তার প্রমুখ । বক্তারা বলেন-
শিক্ষার সুন্দর পরিবেশ দিতে হবে শিক্ষার্থীদের। ক্লাসে, মাঠে সর্বাবস্হায় শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ দিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে । দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ার মূল কাজ করতে হবে । শিক্ষকরা বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে পারলে শিক্ষার্থীদের মন মানসিকতাও সুন্দর ভাবে গড়ে উঠবে । শিক্ষা, সংস্কৃতি ও মেধার বিকাশ ঘটাতে হবে । চতুর্মুখী শিক্ষা দান করে আগামী প্রজন্মকে দেশের জন্য সম্পদ হিসেবে তৈরি করতে শিক্ষক ও অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে । মেধা ও মনের বিকাশ ঘটাতে হলে ক্রীড়া ও সাংস্কৃতির বিকল্প নেই!!!
সভায় উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে মিষ্টি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০