ত্রিশাল সংবাদদাতা:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুযারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজনে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রবীন নেতা ফজলে রাব্বী, আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.মোহাম্মাদ হারুন অর রশিদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ,ওসি আজিজুর রহমান,মোজাহিদ খান ভুলা প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিদ্যালয়ে কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, এবং বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মার্যাদায় উদযাপনের লক্ষ্যে মন্ত্রণালয় হতে প্রাপ্ত নির্দেশনা সমূহ সভাকে অবহিত করা হয় এবং জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০