সাত্তার সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা মাদ্রসার গেইটের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তেলবাহী ভাউচারের চাপায় পিষ্ট হয়ে নিকাশ বিশ্বাস নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৫ জুলাই (বুধবার) দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা মাদ্রসার গেইটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু নিকাশ বিশ্বাস (৬) আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের আইসক্রিম বিক্রেতা শিমুল বিশ্বাসের ছেল বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ি থেকে বের হয়ে মহসড়ক পারাপারের সময় কক্সবাজার অভিমুখী তেলবাহী ভাউচারটি শিশুটিকে চাঁপা দেয়। এসময় ভাউচারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। তেলের ভাউচারটি রাশেদ ফিলিং স্টেশনের বলে জানা গেছে।
নিহত শিশু নিকাশের পিতা শিমুল বিশ্বাস জানান, তার নিজ বসতঘরটি ভেঙ্গে যাওয়ার কারণে কিছুদিন আগে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা আবদুল গফুর প্রকাশ আতুর বাসায় পরিবার পরিজন নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকি। আমি আইসক্রিম বিক্রি করে সংসার চালায়। প্রতিদিনের মতো আজকেও কাজে বেরিয়ে পড়ি। পিছনে পিছনে আমার দ্বিতীয় ছেলে নিকাশ বিশ্বাস রাস্তার দিকে ছুটে গিয়ে রাস্তা পারাপারের সময় কক্সবাজার অভিমুখী তেলের ভাউচার (চট্টমেট্রো-ট-১১-০৪১৭) গাড়িটি চাপা দেয়। এসময় আমার ছেলে ঘটনাস্থলেই মারা যায়।
দোহাজারী হাইওয়ে থানার (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয় এবং তেলবাহী ভাউচারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ।