ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সেনা কর্মকর্তাসহ ৩ জন বাংলাদেশে আশ্রয় !! 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ

Link Copied!

মো: শাহীন, 
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৩জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্রকরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

 

শনিবার (৩০ মে) ভোর ৫ টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন সদরে নিয়ে আসা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

 

মিয়ানমার সেনাবাহিনীর সাথে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও ৩ সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আজ পর্যন্ত মোট ১৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান ভোর বেলা মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে আশ্রয় নিলে, তাদেকে বিজিবি নিরস্ত্রকরণ করে তাদের হেফাজতে নিয়ে যায়। 

ইতিপূর্বে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের সবাইকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি জোন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। খুব শীঘ্রই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অপরদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ থেকে জানা যায়, বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্ত ক্যাম্পগুলো ইতিমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।