ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

তানোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

রাজশাহীর তানোরে যুবলীগ নেতা জিয়াউর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় তালন্দ ইউনিয়ন আ’ লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানকে প্রধান করে ১৫ জনকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে নিহতের বড় রবিউল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ১ নারীসহ আটক ৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করেছেন তানোর থানা পুলিশ। ওই মামলার অন্য আসামীদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অপর দিকে নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বুধবার রাতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। ঘটনার পর থেকেই হাসান মেম্বারসহ মামলার অন্য আসামীরা গাঁ ঢাকা দিয়েছেন। এঘটনায় এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে।

উল্লেখ্য, মহান একুশে ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ফুল দিতে আসবেন এমন খবরে এলাকার নেতা-কর্মিদের সাথে মটরসাইকেল যোগে তানোরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

জিয়াউর রহমান (৪২) বিলশহর গ্রামের মৃত মহির উদ্দীনের পুত্র। বুধবার ভোর ৫টার গ্রামবাসী ক্ষত বিক্ষত লাশ ও মটরসাইকেল বিলশহর গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেন এবং সন্দেহ মুলক ভাবে এক নারীসহ ৩ জনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, তালন্দ ইউনিয়ন আ’ লীগ সাধারন সম্পাদক ও তালন্দ ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য আবুল হাসান আলীর ২য় স্ত্রী বিলশহর গ্রামের তারাবানু সুমি (৩২), লালপুর গ্রামের লথুর পুত্র ফরহাদ আলী (৩৪) ও একই গ্রামের আলাউদ্দিনের পুত্র সোহান আলী (৩০)।

এঘটনার তদন্তে ঘটনাস্থলে পিবিআই ক্রাইম সিনের টিম ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসান মেম্বারের সাথে বর্তমান তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও জিয়াউর রহমানের মধ্যে বিরোধ চলছিলো।

তানোর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, এঘটনায় ১৫ জনকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

120 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা

নাটোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাবিতে পার্বতীপুর উপজেলা সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-মুশফিকুর

নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব–ড. ইউনুস

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত

সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিন,আহত দুই

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন: সভাপতি আব্দুল হান্নান , সম্পাদক মাও: সাইফুল 

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর।

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফ না ফেরার দেশে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে মুহম্মদ নুরুল ইসলাম
নব্য দোসরদের কারণে কক্সবাজারে সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না