মির্জা নাদিম :
এসো বিকশিত হই, সত্যের আলোয় এই স্লোগানে তরুণ ময়মনসিংহ শাখা আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪ সমাপ্ত হয়েছে ৪ ই এপ্রিল ২০২৪।
ময়মনসিংহ জেলার অন্যতম উপজেলা গফরগাঁও এ অনুষ্ঠিত এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক লেখক এবং গবেষক মোফাজ্জল আনসারী।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নাঈম ও হাফেজ সিফাতুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহিম ফারুকী বলেন আমরা আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে এই প্রতিষ্ঠান পরিচালনা করছি।
দেশের সকল তরুণকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় A গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন জুবায়ের এবং B গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন আব্দুর রহমান।
বিজয়ী প্রত্যেককে সেরা তরুণ অ্যাওয়ার্ড এবং নির্বাহী পরিচালকের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোফাজ্জল আনসারীকে সর্বোচ্চ সম্মাননা সেরা তরুণ সংগঠক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সর্বশেষ অনুষ্ঠানের সার্বিক সহযোগী মাওলানা মাহবুবুল হাসান বক্তব্য রাখেন।
আগামীতে সারা দেশে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকান্ড আরো সুন্দর ভাবে পরিচালনা করবে বলে জানিয়েছেন অফিস সম্পাদক হাফেজ সিফাত।
অনুষ্ঠানের অন্যতম অংশ ছিলো গরিব এবং অসহায় মানুষকে ঈদ উপহার বিতরণ।
তরুণ এর বলে বিতরণ বিভাগের প্রধান রাহাতের নেতৃত্বে ২৫টি পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমের মূল স্লোগান ছিল
কেউ রবে না উপবাসি,সবার মুখে ফুটবে হাসি।
গরিব মানুষের মুখে হাসি দেখতে কেমন অনুভূতি হয় এই প্রশ্নের জবাবে তরুণ এর অন্যতম সংগঠক কবি এনায়েত কবির ইনান বলেন এটিই আমাদের জীবনের সেরা পাওয়া।
সর্বশেষ দোয়া এবং কল্যান কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০