ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ডিসি সুলতানার পরিবারের কাছে দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার

প্রতিবেদক
admin
২০ মার্চ ২০২০, ২:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

আবু তৌহিদ,পঞ্চগড়:

কুড়িগ্রাম থেকে সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের বাবা ও অন্যান্য স্বজনদের ডিসি সুলতানার পরিবারের দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার । অবৈধভাবে দখলে থাকা ১১ বিঘা জমি আদালতের নির্দেশে ফিরে পেলেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি ও তার স্বজনরা।
বুধবার (১৮ মার্চ) পঞ্চগড়ের সহকারী জজ আদালতের নির্দেশে পুলিশ ও আদালতের সেরেস্তাদার ঢাক-ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেন আমিরুলদের।
জানা যায়, সদ্য সাবেক কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের ক্ষমতা দেখিয়ে তার স্বজনরা দীর্ঘ ১৪ বছর ধরে ১১ বিঘা জমি দখল করে রেখেছিলেন। অবশেষে আদালতের আদেশে জমিটি ফিরে পেলেন ভুক্তভোগীরা।
আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি গ্রামের আমিরুল ইসলাম ও তার স্বজনরা পৈত্রিক সূত্রে পাওয়া ১১ বিঘা জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সূলতানা পারভীনের বাবা মোহাম্মদ আলী ও স্বজনরা ডিসির ক্ষমতার দাপট দেখিয়ে ওই জমি জবর দখল করে ভোগ করে আসছিলেন।
এ ঘটনায় আমিরুল এবং তার স্বজনরা আদালতে মামলা দায়ের করলে নিম্ন আদালতে তাদের পক্ষে ডিক্রি দেন । পরে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলে আদালত তাদের আপিল খারিজ করে দেন। অবশেষে দীর্ঘ ১৪ পর আদালত ডিসির স্বজনদের কাছে অবৈধ দখলে থাকা ১১ বিঘা জমি আমিরুল ইসলাম ও তার স্বজনদের কাছে দখল বুঝিয়ে দেন।

এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন, ১৩ বছর ধরে মামলা চালানার পর আদালত আমাদের পক্ষে রায় ও ডিক্রি দেন এবং আদালতের নির্দেশে আমরা ১১ বিঘা জমির দখল পেলাম।

পঞ্চগড় সহকারী জজ আদালতের নাজির মো. তমিজ উদ্দিন জানান, আদালতের নির্দেশে আমরা ঢাক-ঢোল পিটিয়ে জমির মালিকদের জমি বুঝিয়ে দিয়েছি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ মধ্যরাতে দরজা ভেঙ্গে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন করা হয়। এরপর মাদক দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। ১৫ মার্চ আরিফ মুক্তি পান। এ ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয় গত ১৬ মার্চ। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ সুলতানা পারভীন কুড়িগ্রামের ডিসি হিসেবে যোগ দেন।

আরও পড়ুন

চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান