
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
করোনা পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তি লংঘন করে দোকান খোলা রাখার দায়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকালে রুহিয়া বাজারের হীরা ভ্যারাইটি স্টোরকে ৪ শত টাকা, ভাই ভাই ক্রোকারিজকে ১ হাজার টাকা এবং মেসার্স শারমিন টেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল নোমান সরকার। সরকারি নির্দেশ অমান্য করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারণে দন্ডবিধি ১৮৬০ এর ২৬ ধারা অনুযায়ী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে উল্লেখিত পরিমাণ অর্থদন্ডে দন্ডিত করা হয়।
আরো পড়ুন : ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি নির্দেশনা না মেনেই বসছে গবাদিপশুর হাট ; নিরব প্রশাসন
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০