ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রতিবেদক
নিউজ এডিটর
৩ জানুয়ারি ২০২৩, ১:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে র‌্যালি, বেলুন উড়িয়ে ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ”উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়”।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ সাইয়েদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী প্রমুখ।

এ সময় প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সার্জন্ট (অবঃ) মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ আবু সুফিয়ান, সার্জন্ট (অবঃ) মোঃ শাহজাহান আলম, সার্জন্ট (অবঃ) খায়রুল ইসলাম, সার্জন্ট (অবঃ) আনোয়ার হোসেন, সার্জন্ট (অবঃ) মোঃ নজরুল ইসলাম, সার্জন্ট (অবঃ) রাজিকুল ইসলাম, সার্জন্ট (অবঃ) আব্দুর রউফ, কর্পোরাল (অবঃ) মোফাজ্জল হোসেন, কর্পোরাল (অবঃ) মদন মোহন রায়, ল্যান্স কর্পোরাল (অবঃ) মোঃ মানিক মিয়া, উক্ত সংগঠনের সিনিয়র উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আলহাজ্ব মোঃ জয়নুল ইসলাম, উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ সাইফুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আব্দুল কাদের প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার দেশের অনগ্রসর জনগোষ্ঠী, বেকার, ভূমিহীন, ভিক্ষুক, হিজরা, চা শ্রমিক, দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।

স্বাগত বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম।

155 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন