ফরহাদ আমিন:
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুল্লাহ আল ফারুক জানুয়ারি মাসে মাদক ও একই সাথে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার(০৯ফেব্রুয়ারি)জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃমাহফুজুল ইসলাম মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই আব্দুল্লাহ আল ফারুক এর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃরফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(টেকনাফ-উখিয়া সার্কেল)মোঃশাকিল আহমেদসহ জেলা পুলিশের কর্মকর্তা ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ প্রমুখ।
এছাড়া জানুয়ারি মাসে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে টেকনাফ মডেল থানা।জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন,টেকনাফ-উখিয়া সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন টেকনাফ মডেল থানার ওসি মোঃআব্দুল হালিম,শ্রেষ্ঠ ওসি তদন্ত হয়েছেন,টেকনাফ মডেল থানার(ওসি তদন্ত)নাসির উদ্দীন মজুমদার।
এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত অফিসারগণ হলেন,-এসআই(নি:)সাজ্জাদ হোসেন সজিব,এসআই(নি)শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।এছাড়াও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই(নি:)রউফ বুলবুল এসআই(নি:)রোকনুজ্জামান,একই সাথে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন মো:মহি উদ্দিন।
জেলার শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার এসআই নির্বাচিত আব্দুল্লাহ আল ফারুক বলেন,আমাকে দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় পুলিশ সুপার মহদোয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।অপরাধ দমনে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।