ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে ৪হাজার ৮শ'পিস ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।মঙ্গলবার সকালে পৌরসভার নাইট্যং পাড়া পালকি মিনিবাস কাউন্টারের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।আটক হলেন,চট্রগ্রাম জেলার চন্দনাইশ থানার কালার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মোঃ নাজিম উদ্দিন(২৫)ও পলাতক সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ ইসমাইল(২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ সার্কেলের পরিদর্শক তরুন কুমার রায় বলেন,তারই নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নাইট্যং পাড়ার পালকি মিনিবাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়।পরে উপস্থিতি লোকজনের সামনে তার দেহ ও স্কুল ব্যাগ তল্লাশি করে২হাজার৬শ'পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টিমের উপস্থিতি টের পেয়ে ইসমাইল নামের এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পিছু ধাওয়া করলে তার হাতে থাকা একটি সিনথেটিক কাপড়ের ব্যাগ রাস্তার উপর ফেলে দিয়ে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া ব্যাগটি খুলে তল্লাশি করে২হাজার২শ'পিস ইয়াবা পাওয়া যায়। ধৃতসহ ইসমাইলকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা রুজু করে মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০