
ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে২০লিটার বাংলা মদসহ ফিরোজ আহম্মেদ(২৪)নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক হলেন,টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মৃত মোস্তাক আহম্মেদের ছেলে ফিরোজ আহম্মেদ(২৪)।
বুধবার(০৯সেপ্টেম্বর)বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,মঙ্গলবার(০৮সেপ্টেম্বর)রাতে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি(কক্সবাজারথ-১১-৪২৬৮)তল্লাশীর জন্য থামায়।সিএনসিজি’টি থামানোর পর,নারকোটিক্স ডগ'মেঘলা' তল্লাশি শুরু করে সিএনজি’র পিছনের সিটের ব্যাগ/লাগেজ রাখার স্থানে রক্ষিত দুটি কালো পলিব্যাগে মোড়ানো মাদকের অবস্থান জানান দেয়।এসময় সিএনজি চালকের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা পলিব্যাগগুলো খুলে১৫লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।সিএনজি চালক দৌড়ে পালানোর সময় বিজিবি টহলদল তাকে আটক করতে সক্ষম হয়।পরে চালকের স্বীকরোক্তিতে সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় আরো একটি কালো পলিব্যাগে মোড়ানো০৫লিটার বাংলা মদ পাওয়া যায়।মাদক পাচারে ব্যবহৃত সিএনজি গাড়িটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত বাংলা মদসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০