ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

টেকনাফে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেননি আওয়ামীলীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক,সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পৃথক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার(১৬ডিসেম্বর)সকাল সাড়ে ছয়টায় এ উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপন্যের স্টলসমূহ পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসির) প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকীর সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।সভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
এছাড়াও টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌরসভার অঙ্গসংগঠনের পক্ষে সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বারের নেতৃত্বে, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাধারন সম্পাদক আশেক উল্লাহ ফারুকী ও আবুল কালাম আজাদের নেতৃত্ব সামাজিক, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,রেডিও নাফ,এনজিও সংস্থা একলাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে কাউকে দেখা যায়নি।
নাম প্রকাশ ও অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের লোকজন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। আমার ধারণা স্বাধীনতার পর এই প্রথম আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলো শ্রদ্ধা নিবেদন করেননি।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন,দলীয় প্রধান ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজের শহীদ বেদিতে ফুল দিতে পারেননি।কেন্দ্রীয় থেকে বিভাগীয়,মহানগর জেলা উপজেলা ও ওয়াড পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কঠিন সময় যাচ্ছে। সরকার পতনের পর নেতাকর্মীরা অনেকে এলাকা ছাড়া।তাই মহান বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেনি।শ্রদ্ধা নিবেদন করতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের বয়ে নেতা-কমিরা শ্রদ্ধা নিবেদন করেননি।
অন্যদিকে,সোমবার সন্ধ্যা থেকে শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন হয়েছে।

28 Views

আরও পড়ুন

নাটোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাবিতে পার্বতীপুর উপজেলা সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-মুশফিকুর

নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব–ড. ইউনুস

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত

সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিন,আহত দুই

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন: সভাপতি আব্দুল হান্নান , সম্পাদক মাও: সাইফুল 

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর।

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফ না ফেরার দেশে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে মুহম্মদ নুরুল ইসলাম
নব্য দোসরদের কারণে কক্সবাজারে সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না

টেকনাফে পুলিশে’র অভিযানে একটি অস্ত্র-১০রাউন্ড গুলিসহ আটক-১