ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে র্যাব-বিজিবি’র যৌথ পৃথক অভিযান চালিয়ে৩লাখ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এসময় এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটক হলেন,মিয়ানমার মুংডু থানার খারাংখালী এলাকার মোঃওসমানের ছেলে মোঃওমর সিদ্দিক(২৮)।
বৃহস্পতিবার(১৮সেপ্টেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।তিনি জানান,বুধবার(১৭সেপ্টেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তরে সীমান্ত দিয়ে পাচার করে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে।এমন তথ্যে র্যাব-১৫সিপিসি-১টেকনাফ ক্যাম্প ও২বিজিবি যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় হাতেনাতে ৩লাখ৪০হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
এছাড়া অপর দিকে বৃহস্পতিবার(১৮সেপ্টেম্বর)দুপুরে র্যাব-বিজিবির যৌথ আভিযানিক দল সাবরাং বিএসপি পোস্ট নাফ নদীর কিনারায় সীমান্ত এলাকায় অভিযান চালায়।এসময় দুই মাদক পাচারকারী নদী সাঁতরে কেওড়া বাগানের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে পাচারকারী ফেলে যাওয়া১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।