ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল,দুটি ম্যাগাজিন,পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।
মঙ্গলবার(২০মে)দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মিয়ানমার হতে নাফনদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।এমন তথ্যে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন১৪নং ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন৪জন ব্যক্তিকে কয়েকটি বস্তাসহ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়।এসময়, আভিযানিক দল কর্তৃক তাদের থামার সংকেত দেয় তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে।
যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে৭রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলাবারুদের দুটি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়।পরে যৌথবাহিনী কর্তৃক ঐ এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩রাইফেল,দুটি জি-৩ম্যাগাজিন,একটি দেশীয় পিস্তল,একটি দেশীয় দু'নলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক এবং৯৭৫রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গোলা পাওয়া যায়।অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত অস্ত্র,গোলা বারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০