ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় যানবাহন তল্লাশি চালিয়ে৫০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ড্রাম-ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার(০৯জুলাই)বিকালে হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ব্রীজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,উখিয়া হলদিয়াপালং এলাকার মৃত গুরা মিয়ার ছেলে শফি আলম (৪২)ও পালংখালী ইউপি আঞ্জমান পাড়ার সগির শাহ ছেলে মোঃশাহ জাহান(৩৩)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।
তিনি জানান,বুধবার(০৯জুলাই)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া হতে একটি মিনি ড্রাম-ট্রাকযোগে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বহন করে টেকনাফের দিকে যাচ্ছে।এমন তথ্যে র্যাব-সিপিসি-২,হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং নির্মাণাধীন ব্রীজের উওর পার্শ্বে কক্সবাজার-টেকনাফ গামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান চালায়।চেকপোষ্ট চলাকালীন সময়ে র্যাবের আভিযানিক দল ঐ গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে উক্ত মিনি ড্রাম-ট্রাক গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে মিনি ড্রাম-ট্রাক’সহ(যাহার রেজিষ্ট্রেশন নং- চট্টমেট্রো-ড-১১-০৭৮৬)দুইজন মাদক কারবারী’কে আটক করতে সক্ষম হয়।পরে আটককৃত গাড়ি তল্লাশী করে৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটককৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক নিজের হেফাজতে মজুদ’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গাড়ি করে ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারের অন্যান্য এলাকায় ও দেশের বিভিন্ন স্থানে পাচার করতো বলে জানা যায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা ও গাড়িসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।