ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে২৩বোতল বিদেশি মদ ও ৬৬ক্যান বিয়ারসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার(০৮আগস্ট)ভোরে উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকার নুরুল কবিরের বসত-ঘর থেকে এসব উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন,টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছব্রীজ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল কবির (৪৬)ও তার স্ত্রী একই এলাকার আব্দুল মজিদের মেয়ে ছমিরা আক্তার(৪১)ও আব্দুল মজিদের ছেলে জাফর আলম প্রকাশ কালু (৩৬)।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ জোবাইর সৈয়দ।তিনি জানান,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকার নুরুল কবিরের বসত-বাড়িতে মিয়ানমার থেকে মাদক আনার পর বিক্রয়ের উদ্দেশ্য তার নিজ বসত-বাড়িতে মজুদ রয়েছে।এমন তথ্যে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.রোকুনজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নুরুল কবিরের বসত-বাড়িতে অভিযান চালানো হয়।এসময়২৩বোতল বিদেশি মদ ও ৬৬ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।ধৃতরা একে অপরের আত্নীয়।তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০