ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮১হাজার৩৫৫পিস ইয়াবা ও নগদ১লাখ১হাজার৯৭০টাকাসহ রুজিনা আক্তার(৩৯)নামে এক নারীকে আটক করেছে বিজিবি।বুধবার(০৯জুলাই)ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া নিজ বসত ঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার ফরিদ আহমদের মেয়ে রুজিনা আক্তার(৩৯)ও পলাতক আসামি হলেন,একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সোনা মিয়া(৩৭)।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,বুধবার(০৯জুলাই)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,চোরাকারবারীরা মিয়ানমার থেকে সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীনে পাহাড়ি অঞ্চল সংলগ্ন একটি বসতবাড়িতে লুকিয়ে রেখেছে।এমন তথ্যে টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবি’র বেশ কয়েকটি বিশেষায়িত দল গভীর রাতে করাচিপাড়াকে ঘিরে ফেলে অভিযান চালায়।এ সময় লেঃকমান্ডার সাদিক রাফি ও তার টহল দলটি সোনামিয়ার বাড়িতে তল্লাশি করে৮১হাজার৩৫৫পিস ইয়াবা ও নগদ১লাখ১হাজার ৯৭০টাকাসহ তার স্ত্রীকে আটক করতে সক্ষম হয়।অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সোনা মিয়া পাহাড়ে পালিয়ে যায়।সোনা মিয়াকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা,নগদ টাকাসহ আটক ও পলাতক আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা,মাদক নির্মূল এবং সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।