ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
নিউজ ভিশন
১৫ জুলাই ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল মোঃমহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫হতে আনুমানিক ৫০০গজ উত্তর দিকে আলুগোলা নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যে ব্যাটালিয়ন সদর ও নাজিরপাড়া বিওপি থেকে দুটি টহলদল ঐ এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আলুগোলা(ভাংগা)মাছের প্রজেক্টের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়।

কিছুক্ষণ পর টহলদল তিনজন ব্যক্তিকে তিনটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা তিনটি পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফনদীর পার্শ্বে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল চোরাকারবারীরা ফেলে যাওয়া তিনটি পলিথিনের ব্যাগ হতে১লাখ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়া অপরদিকে শনিবার সকাল সাড়ে৬টার দিকে আলুগোলা(ভাংগা)মাছের প্রজেক্টের আইল,কেওড়া বাগান ও বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালানো হয়।এসময় তিনজন ব্যক্তিকে একটি প্লাষ্টিকের বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে আলুগোলা মাছের প্রজেক্টে আসতে দেখে টহলদল।তারা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের কাঁধে থাকা বস্তাটি ফেলে দিয়ে মাছের প্রজেক্টে অনেক শ্রমিকের কাজের সুযোগে দ্রুত দৌড় দিয়ে নাফনদীর পার্শ্বে অবস্থিত ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।পরে চোরাকারবারীরা ফেলে যাওয়া বস্তার ভিতর থেকে১লাখ৮০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

313 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্হানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন