ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে২০৫পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।শুক্রবার(০৬সেপ্টেম্বর)দুপুরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদাপাড়ার কালা মিয়ার ছেলে আরাফাত ইসলাম(২৬),সদর ইউনিয়নের শিলবুনিয়াপাড়ার নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আলম(৩৫)ও একই এলাকার ওমরাজ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক(৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।তিনি জানান,শুক্রবার(০৬সেপ্টেম্বর)দুপুরে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি(কক্সবাজার থ-১১-৭৬৫৯)তল্লাশীর জন্য থামায়।বিজিবি সদস্যরা সিএনজিটি তল্লাশীকালে পিছনের সিটে আরোহিত যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হলে সিএনজি’র অভ্যন্তরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশীর একপর্যায়ে১নংআসামীর পরিহিত প্যান্টের পকেটে,২য় আসামীর শার্টের পকেটে ও ৩য়আসামীর লুঙ্গীর ভাজে প্লাষ্টিকের প্যাকেটের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায়২০৫পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।