ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে১৮হাজার পিস ইয়াবাসহ মোশারফ(২৬)নামে এক ট্রাক চালককে আটক করেছে বিজিবি।এসময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।রবিবার(২৪আগস্ট)রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মোশারফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার
বশির আহমেদের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,রবিবার(২৪আগস্ট)রাতে দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কালে নয়াপাড়ার মোছনী এলাকা হতে টেকনাফগামী একটি ট্রাক(কক্সবাজার-ড-১১-০১০১)থামিয়ে তল্লাশী চালায়।এসময় ট্রাক চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশীর একপর্যায়ে ট্রাক চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী চালকের আসনের নিচে লুকায়িত অবস্থায় প্লাষ্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো১৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ট্রাক ও ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
এছাড়া বিজিবি সীমান্ত নিরাপত্তা,মাদক ও মানব পাচার রোধে অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও জিরো টলারেন্স’নীতি বজায় রাখবে।