ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে১০হাজার পিস ইয়াবা ও দুইটি অস্ত্রসহ সৈয়দ নুরকে(৫০)নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।রোববার(২৭জুলাই)ভোররাতে পৌরসভার খানকার পাড়ার নিজ বসত ঘর থেকে ইয়াবা ও অস্ত্রসহ তাকে আটক করা হয়।আটক হলেন,টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের খানকার পাড়ার নুর ইসলামের ছেলে সৈয়দ নুর(৫০)ও পলাতক আসামি হলেন,একই এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃহারুন রশিদ(৩২)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান(পিএসসি)।
তিনি জানান,রবিবার(২৭জুলাই)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীদের একটি চক্র বিরাজমান প্রতিকূল আবহাওয়ার সুযোগে জেলের ছদ্মবেশে মিয়ানমার হতে সাগর পথে বিপুল পরিমাণ মাদক গোপনে পাচার করে টেকনাফ ও তার পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে রেখে মাদক ব্যবসা পরিচালনা করছে।এমন তথ্যে টেকনাফ ব্যাটালিয়নের কয়েকটি বিশেষ আভিযানিকদল স্থানীয় বিক্রেতা জনৈক নূরের মাদক লেনদেনের অংশ হিসেবে একটি অটোরিক্সা যোগে অবৈধ অস্ত্রসহ মাদকের একটি চালান খানকার পাড়ার একটি বাড়িতে হস্তান্তরের জন্য পরিবহন করা হচ্ছে।বিজিবি’র দলগুলো এক পর্যায়ে টেকনাফ পৌরসভাস্থ খানকার পাড়া এলাকাটি ঘিরে ফেলে।এসময় স্থানীয়দের সহযোগীতায় নিজ বসতবাড়ি থেকে পলায়নরত সৈয়দ নূরকে আটক করতে সক্ষম হয়।ঘটনাস্থালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,মাদক সরবরাহকারী মোঃহারুন রশিদ বিজিবি আভিযানিকদল ঘটনাস্থলের সময় মাদকের একটি প্যাকেট নূরের নিকট হস্তান্তর করে অপর একটি মাদক ভর্তি প্যাকেটসহ দ্রুত অন্যত্র চলে যায়।পরে দীর্ঘ তল্লাশী শেষে বাসার পিছনের ঘরের ছাদে বাঁশের চাটাইয়ের উপরে লুকায়িত স্থান থেকে১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট,দুটি মারনাস্ত্র,একটি ওয়ান শুটার ও একটি এলজি,এক রাউন্ড তাঁজা গুলি ও গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্রসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধী চক্রের অন্যান্যদের ধরতে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।