ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া মারিশবনিয়া এলাকায় এক বসতবাড়িতে ঢুকে অস্ত্রের মুখে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা।
শনিবার(৫এপ্রিল)রাতে বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন,টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দার নুর কামাল(৫০)ও রঙ্গিখালী এলাকার বাসিন্দার নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন(১৮)।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন,শুক্রবার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার বাসিন্দা তৈয়বার সাথে নূর কামালের বিয়ে হয়।শনিবার রাত সাড়ে ৮টায় তৈয়বার বসতবাড়িতে ঢুকে স্বামী নুর কামাল ও ভাইয়ের ছেলে বেলাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ী সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন,দুই জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি তৈয়বা অবগত করেন সঙ্গে সঙ্গে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করা হয়েছে।তৈয়বার আগের স্বামীর ১০বছরের একটি বাচ্চা রয়েছে।
অপহৃতের স্ত্রী তৈয়বা বলেন,গত শুক্রবার হ্নীলা জাদিমুড়া এলাকার বাসিন্দার নুর কামালের সাথে আমার দ্বিতীয় বিবাহ হয়।শনিবার রাতে ৫জনের একটি পাহাড়ী সন্ত্রাসী বাড়িতে ঢুকে বলেন টাকা৬লক্ষ ও স্বর্ণ যা আছে সব বের করে দাও।তোমার স্বামী নুর কামালকে অপহরণ করার জন্য আমরা২০লাখ টাকার কন্টাক্ট নিয়েছি।এই কথা বলে দেড়ভড়ি ওজনের স্বর্ণালংকার ও নগদ১৫হাজার নগদ টাকা সহ আমার স্বামী নুর কামাল এবং ভাইয়ের ছেলে বেলাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি।তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০