ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে১২হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ২৩হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।এসময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার(২৮জুলাই)সকালে উপজেলার বাহারছরা ইউপি ও হোয়াইক্যং ইউপি এলাকা থেকে এসবসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,হ্নীলা ইউনিয়নের রোজার ঘোনা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল (৩৫),বাহারছড়া ইউপি বাগঘোনা বাজার-নোয়াখালী পাড়ার মৃত সাদু আক্কাস প্রকাশ মৃত আদ আক্কাম প্রঃসাদ আক্কাস ছেলে সিরাজুল ইসলাম(৩২)ওবরিশাল জেলার চর দূর্গাপুর এলাকার বর্তমান ঢাকা ঢেমড়াথানার গ্রীনসিটি-সানারপাড় মৃত নাদের বক্সের ছেলে মিজু মিয়া প্রঃমিজানুর রহমান(৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান,সোমবার(২৮জুলাই)সকালে তারই নেতৃত্বে এসআই খোকন কান্তি রুদ্র,এসআই মিল্টন দে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টানা তিন ঘন্টা ব্যাপী টেকনাফ বাহারছড়া ইউপি ও হোয়াইক্যং ইউপি এলকায় পৃথক অভিযান চালায়।এসময়১২হাজার পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ২৩হাজার টাকা ও একটি সিএনজিসহ তিন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,এই ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।তাদের কক্সবাজার আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০